Tuesday, August 18, 2015

রবি দিচ্ছে ৭৪৬ টাকা রিচার্জে এক মাসের আনলিমিটেড ৩জি + ৬০০ মিনিট + বোনাস সাইট

বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানী রবি দিচ্ছে দারুন অফার। মাত্র ৭৪৬ টাকা রিচার্জেই পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট।

তবে এখানে শর্ত থাকে যে, মাত্র ৩জিবি পাবেন রেগুলা স্পিড এ।অর্থাৎ, ৩ জিবি নেট পাবেন রেগুলার ৫১২ কেবিপিএস থেকে ১ এম্বিপিএস স্পীড এ। পরবর্তী ১০জিবি ইন্টারনেট পাবেন ২৫৬ কেবিপিএস স্পীড এ এবং পরবর্তী ব্যাবহৃত ডাটা পাবেন ১২৮ কেবিপিএস স্পীড এ। খুব মন্দ না অফারটা। কারন, নেটের যা দাম, তা তো ভাবাই দায়। এই প্যাকেজ টা হবে আর কি দুধের সাধ ঘোলে মেটানোর মতো অবস্থা।

সঙ্গে থাকছে বোনাস হিসেবে ৩০০ মিনিট অননেট এবং ৩০০ মিনিট অফনেট টকটাইম। তাই আলাদা আর কথা বলার জন্য বিল খুব একটা গুনতে হবে না, আশা করি।
কোনো কোড লিখে মেসেজ দিতে হবে না। সরাসরি রিচার্জ করলেই হবে।
অফারগুলোর মেয়াদ একমাস।

No comments:

Post a Comment