Tuesday, August 11, 2015

এয়ারটেলে ইন্টারনেটের কয়েকটি সাশ্রয়ী হিডেন প্যাক দেখে নিন ।

airtel এয়ারটেল অনেক কম দামে বেশি এমবির কয়েকগুলো হিডেন প্যাক আছে যা বেশিরভাগ ব্যবহারকারী জানে না । তাহলে প্যাকগুলো দেখে নিন...
১. *121*5101# ৩ টাকায় ১০ এমবি ১০ দিন মেয়াদ [2G] ২. *121*5102# ৬ টাকায় ২০ এমবি ২০ দিন মেয়াদ ।[2G] ৩. *121*5104# ১৫ টাকায় ৪০ এমবি ১৫ দিন মেয়াদ [2G] ৪. *121*5106# ৩০ টাকায় ১০০ এমবি ৩০ দিন মেয়াদ [3G] ৫. প্রথমে ডায়াল *121*7*1*3# তারপর LU30 লিখে মেসেজ পাঠান 5000 নাম্বারে তাহলে পাবেন ১০ টাকায় ৩০ এমবি ৩০ দিনের মেয়াদ [3G] ৬. *121*98# ১৫ টাকায় ১০০ এমবি ৭ দিনের মেয়াদ [2G] । চ্যাক করতে ডায়াল *778*39# অথবা *778*36# অথবা *778*4# বি:দ্র: উপরের সবগুলো প্যাকে ১৫% ভ্যাট প্রযোজ্য । সবগুলো প্যাক রাত-দিন ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে এবৎ সব কিছু চালানো যাবে । সবগুলো প্যাক সব সিমে না ও আসতে পারে । সুস্থ থাকবেন ভাল থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন ।

No comments:

Post a Comment