Wednesday, July 29, 2015

[ঈদ অফার]বাংলালিঙ্ক দিচ্ছে মাত্র ১৫ টাকায় ১ জিবি! মিস করবেন কেন? সবাই পাবেন।

i.jpg

"জানতে এবং জানাতে পছন্দ করি। তাই ট্রিকবিডি এর সাথে সবসময় থাকতে চেষ্টা করি"। 
কেমন আছেন সবাই? আশা করি সবার রমজান ভালই কাটছে। আমার রমজান আরও ভাল করতে আপনারদের জন্য নিয়ে এলাম বাংলালিঙ্কের সুপার অফার। বাংলালিঙ্ক তাদের সব গ্রাহকদের দিচ্ছে এক্সক্লুসিভ ইন্টারনেট অফার। *৫০০০*৯৯# ডায়াল করে জেনে নিন আপনার অফার। আমার দুটো সিমের অফারের স্ক্রীনশট দেখুন।
ss.png

আমার ৪টা সিমে আমি এই অফার পেয়েছি। উপরে মাত্র দুটোর ছবি দিলাম।সব বাংলালিংক ইউজার এই অফারটি পাবেন। গ্রামীণফোন অনেক অফার দিলেও তা সবাই পায়না। কিন্তু বাংলালিঙ্কের এই স্পেশাল অফারে সবাই কিছু না কিছু অফার পাবেন। এই অফারে সর্বচ্চ ৯৫% ছাড়ে আপনি ডাটা প্যাক কিনতে পারবেন। আর ১০০% বোনাস প্যাক তো আছেই।তাই দেরি না করে *৫০০০*৯৯# ডায়াল করুন আর জেনে নিন আপনার ইন্টারনেট অফার। একবার অফারের প্যাক কিনলে তা আবার কেনা যেতে পারে কিংবা অন্য কোন প্যাক সেখানে রিপ্লেস হবে। এমবি ও বোনাস দেখার কোড নিচ থেকে দেখে নিন।

*৫০০০*৫০০# ডায়াল করে আপনার কেনা ডাটা প্যাকের রিমেনিং ডাটা দেখতে পারবেন

*১২৪*৪৪# ডায়াল করে আপনার পাওয়া বোনাস ডাটা দেখতে পারবেন।
images.jpg

No comments:

Post a Comment